provacy
প্রাইভেসী পলিসি
উইরাইটবিডি.কম তার গ্রাহকগনের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিরাপদ রাখতে অঙ্গীকারাবদ্ধ। এই প্রাইভেসী পলিসি গ্রাহক/ব্যবহারকারী/ফ্রিল্যান্সার হিসেবে আপনার জানা জরুরী, কারণ তা আপনার অধিকার তথ্যের ব্যবহার, সুরক্ষা এবং দায়বদ্ধতার উপর আইনগত প্রভাব রাখে।
তথ্য সংগ্রহ, সংরক্ষন এবং ব্যবহার
সংগৃহিত তথ্যসমূহ উইরাইটবিডি.কম ওয়েবসাইটে আপনাকে পরিচিত এবং নির্ভরযোগ্য করতে সহায়তা করে। এছাড়াও এর মাধ্যমে উইরাইটবিডি.কম আপনাকে অধিকতর সেবাপ্রদান করতে সক্ষম হয়। উইরাইটবিডি.কম তার সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সংগৃহিত তথ্যসমূহ (বিজ্ঞাপনসহ) ব্যবহার করতে পারবে এবং তা স্পর্শকাতর বলে গন্য হবে না।
উইরাইটবিডি.কম ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি সরবরাহকৃত ব্যক্তিগত তথ্য সংগ্রহ, সংরক্ষণ, ব্যবহার এবং আমাদের যে কোনো সেবা প্রদানের অফারের জন্য অনুমতি প্রদান করছেন। উইরাইটবিডি.কম এই মর্মে অঙ্গীকার করছে যে, আপনার প্রদত্ত ব্যক্তিগত তথ্য আপনার অনুমতি ব্যতীত তৃতীয় কোনো পক্ষের নিকট ভাড়া, বিক্রয় অথবা বিনিময় করবে না।
গ্রাহক/ফ্রিল্যান্সার হিসেবে আপনি উইরাইটবিডি.কম এ একাউন্ট তৈরীর পর প্রোফাইল আপডেট, সাইটে নতুন ফিচার যোগ, প্রমোশনাল প্ল্যান, ব্যবসায়িক অফার, আপনার সম্পর্কে গ্রাহকদের আগ্রহ এবং আপনার সাথে সম্পর্কিত অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপনাকে ইমেইল, ফোন, অথবা নোটিফিকেশনের মাধ্যমে অবহিত করবে।
উইরাইটবিডি.কম ওয়েবসাইটে গ্রাহক অথবা ফ্রিল্যান্সার হিসেবে নিবন্ধন, প্রোফাইল তৈরী এবং ভিজিট করার সময় আমরা আপনাকে সঠিকভাবে সনাক্ত করার জন্য সাধারনত নিম্নলিখিত উপায়ে তথ্য সংগ্রহ করি।
প্রদত্ত ব্যক্তিগত তথ্য
- আপনার নাম এবং পিতার নাম
- স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, টেলিফোন নম্বর, মোবাইল নম্বর এবং ইমেইল এড্রেস
- আপনার বয়স, লিঙ্গ, শিক্ষাগত যোগ্যতা, ভাষার দক্ষতা, পেশা, অন্যান্য দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পর্কিত তথ্যাবলী
- শখ এবং সোস্যাল মিডিয়া পেইজের লিংকসমূহ (যদি আপনি তা প্রকাশ করতে চান)
কুকিজ এর মাধ্যমে প্রাপ্ত তথ্য
স্পর্শকাতর তথ্য
কম তার সাইটে স্পর্শকাতর তথ্যসমূহ প্রকাশ করতে নিরুৎসাহিত করে। স্পর্শকাতর তথ্য সাইট ব্যবহাকারী নিজ দায়িত্বে করবেন। উক্ত সকল তথ্যের বিপরীতে কোন প্রকার সমস্যা/ঘটনার জন্য উইরাইটবিডি.কম দায়বদ্ধ নয় এবং প্রয়োজনে তা ডিলিট করার অধিকার রাখে। উইরাইটবিডি.কম যেসকল বিষয়কে স্পর্শকাতর তথ্য হিসেবে গণ্য করে-
১। রাজনৈতিক বিশ্বাস
২। আদর্শগত অথবা ধর্মীয় নিজস্ব ধারনা
৩। ট্রেড ইউনিয়ন অথবা রাজনৈতিক দলের পরিচয়
৪। শারিরীক অথবা মানসিক স্বাস্থ্য বিষয়ক কোন বর্ননা
৫। কোন কিছুতে আসক্তি ইত্যাদি
এছাড়াও সামাজিক-রাজনৈতিক, অবস্থা, সময়, চাহিদা, গ্রাহক-ফ্রিল্যান্সার স্বার্থের প্রয়োজনে উইরাইটবিডি.কম যে কোনো তথ্যকে স্পর্শকাতর বলে ঘোষনা দিতে পারবে।
ফিডব্যাক
এই ওয়েবব সাইট এবং সেবা সম্পর্কিত বিষয়ে আপনি যে মূল্যবান মতামত প্রদান করবেন, তা উইরাইটবিডি.কম এর নিজস্ব সম্পদ হিসেবে গন্য হবে। উইরাইটবিডি.কম তার প্রচার ও প্রসারের প্রয়োজনে তা ব্যবহার করতে পারবে।
একাউন্টের নিরাপত্তা
উইরাইটবিডি.কম এ আপনার লগইন ইনফরমেশন (ইউজার নেম এবং পাসওয়ার্ড) সতর্কতার সাথে সংরক্ষন করবেন। এই সংরক্ষণ এবং গোপনীয়তার দায়বদ্ধতা আপনার, যা কিনা তৃতীয় কোনো পক্ষকে সরবরাহ করার অনুমতিপ্রাপ্ত নন। আপনি আপনার একাউন্টের তথ্য যে কোন সময় পরিবর্তন, পরিবর্ধন করতে পারবেন। উইরাইটবিডি.কম দাপ্তরিক এবং ডাটাবেইজ এর প্রয়োজনে আপনার একাউন্টের তথ্য এক্সেস করতে পারবে। এছাড়াও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশের জাতীয় নিরাপত্তার খাতিরে যথাযথ আইনগত কারন দর্শানো পূর্বক আপনার একাউন্টের তথ্য এক্সেজ করার অধিকার রাখে।
নিয়ন্ত্রনের বাহিরে যান্ত্রিক/ টেকনিক্যাল কোনো কারণে অথবা ধর্মঘট, অসহযোগ, সরকারী নিয়ম-নীতি ও নিয়ন্ত্রন আরোপ, রায়ট প্রাকৃতিক দূর্যোগ, অগ্নিকান্ড, হ্যাকিং এর কারণে তথ্য চুরি হলে, হারিয়ে গেলে অধবা ধ্বংস হলে তার উইরাইটবিডি.কম দায়ী নয়।
সাইট ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত তথ্যের নিশ্চয়তা
এই ওয়েবসাইট ব্যবহারকারী সকল গ্রাহক/ফিল্যান্সারের প্রদত্ত তথ্যের সত্যতার নিশ্চয়তা উইরাইটবিডি.কম প্রদান করে না। ব্যবহাকারীগণ প্রকাশিত সকল তথ্য যথাযথ নিরীক্ষা পূর্বক যাচাই করে নিবেন।
গোপনীয়তার নীতি পরিবর্তন
উইরাইটবিডি.কম যে কোন সময় তার গোপনীয়তার নীতি/প্রাইভেসী পলিসি পরিবর্তন করার ক্ষমতা রাখে। পরিবর্তনের বিষয়সমূহ সকল গ্রাহক/ব্যবহারকারীকে ই-মেইল, নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
উইরাইটবিডি.কম জন্য উন্নত সেবা প্রদান এবং গ্রাহক/ফ্রিল্যান্সারের আস্থা অর্জনে বদ্ধপরিকর। আপনার যে কোন পরামর্শ এবং মূল্যবান মতামতের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি, যা এই ওয়েবসাইট এবং সেবার উন্নতিতে সহায়তা করে। আমাদের সম্পর্কে আপনার প্রশ্ন, মূল্যবান মতামত এবং পরামর্শ জানাতে অনুগ্রহপূর্বক নিচের নম্বরে কল করুন, ইমেইল করুন অথবা কন্টাক্ট পেজ এর ম্যাসেজ বক্সে লিখুন।
ফোনঃ ৭২১৬৯২৬
ই-মেইলঃ info@wewritebd.com.com