About Us

আমাদের সম্পর্কে

মানুষের বোধ-বুদ্ধি, পছন্দ-অপছন্দ, বিশ্বাস-অবিশ্বাস, মেধা-মনন প্রকাশের সার্বজনীন একটি মাধ্যম হচ্ছে লেখা। অতীতের পাথুরে দেয়াল, মাটির ট্যাবলেট অথবা প্যাপিরাস থেকে শুরু করে বর্তমান কালের কম্পিউটার স্ক্রীনের সুন্দর ফন্টে ভাব প্রকাশ মানব প্রজাতির বুদ্ধিমত্তার প্রমান বহন করে। লেখার মাধ্যমেই জ্ঞান-বিজ্ঞান, ইতিহাস-সংস্কৃতি, ধর্ম্-দর্শন, রাজনীতি-অর্থনীতি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে, এক শতাব্দী থেকে অন্য শতাব্দীতে, পূর্বসূরী থেকে উত্তরসূরীতে প্রবাহিত হয়। লেখার ক্ষমতা প্রকৃতি প্রদত্ত মানব বুদ্ধিমত্তার সর্বোচ্চ এবং সর্বোৎকৃষ্ট ক্ষমতা। লেখা দিয়েই মানুষ মানুষকে প্রভাবিত করতে পারে। সবাই লিখতে পারেনা বলেই শত কোটি মানুষের মনের ভাব নির্দিষ্ট কিছু মানুষকে লিখতে হয়। তাইতো লেখার কোনো বিকল্প নেই।

উইরাইটবিডি.কম ২০১৬ সালে বাংলাদেশে প্রতিষ্ঠিত লেখা-লেখি বিষয়ক অনলাইন ভিত্তিক সেবা মাধ্যম। এখানে যে কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠান, যে কোনো লেখা বিষয়ক চাহিদা অর্ডার আকারে বিনামূল্যে প্রকাশ করতে পারবেন। অপরদিকে লেখকগণ নিজ দক্ষতা এবং গ্রাহকদের অর্ডার অনুযায়ী লিখিত কনটেন্ট বিনিময় মূল্যে সরবরাহ করবেন। এছাড়াও লেখকগণ বাস্তব চাহিদানুযায়ী বিভাগ ভিত্তিক বিষয়ের উপর যে কোনো লেখা বিক্রয়ের জন্য প্রকাশ করতে পারবেন এবং গ্রাহকগণ প্রয়োজন মনে করলে বিড/নিলাম করে তা কিনে নিতে পারবেন।

 

ডেমেইন নামকরনঃ

আমাদের দৃষ্টিকোন থেকে ‘উইরাইটবিডি’ শব্দের অর্থ ‘বাংলাদেশে আমরা লিখি’

 

লক্ষ্যঃ

ত্রুটিমুক্ত ও সহজ উপায়ে গ্রাহক এবং লেখকদের মাঝে অনলাইন ভিত্তিক একটি বিশ্বস্ত বানিজ্যিক যোগাযোগ মাধ্যম গড়ে তোলা।

 

Close

Close
Close

Upload your image